শার্শায় ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, November 27, 2021

শার্শায় ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা

 


শার্শার ডিহি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকের মেম্বার প্রার্থী তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষ মোরগ প্রতীকের শহিদুল ইসলামের তিন সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শালকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন সকালে বর্তমান মেম্বার তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থক আশানুর সর্দারসহ কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, শাবল নিয়ে মোরগ মার্কার লোকজনের ওপর চড়াও হন। তারা কুপিয়ে ও পিটিয়ে ফারুক, মিজান ও রাসেলকে গুরুতর জখম করেন। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিসহ পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেন।

পরে পুলিশের সহযোগিতায় আহতদের শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত অভিযোগে কটা খালেক নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad