বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার পাথর উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, October 31, 2021

বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার পাথর উদ্ধার


 বেনাপোল চেকপোস্টে নয় হাজার পিস ভারতীয় পাথরসহ তাজুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।রোববার (৩১ অক্টোবর) কাস্টমস স্ক্যানিং পার হয়ে বাইরে আসলে তাকে আটক উদ্ধার করা হয়। তিনি চাঁদপুরের জালাল উদ্দিনের ছেলে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে বের হওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দা সদস্যদের। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগ ও শরীর তল্লাশি করে আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের নয় হাজার পিস পাথর উদ্ধার করে।উদ্ধারকৃত পাথরের আনুমানিক মূল্য সাড়ে ৯ লাখ টাকা।

No comments:

Post a Comment

Post Bottom Ad