৫টি মোবাইল সেটসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, October 24, 2021

৫টি মোবাইল সেটসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য আটক


 ডিবির এসআই মফিজুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে একটি চৌকস টিম জেলার আইন শৃংখলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় পুলেরহাট মোড় থেকে ৫টি চোরাই মোবাইল ফোনসহ ১ জনকে হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন, যার নাম্বার ৮২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার পিপিএম জানিয়েছেন, ধৃত তারেক শহরের সিটি প্লাজার কে ফে ডে লাইট রেষ্টুরেন্টের বাবুর্চি। ওই রেস্টুরেন্টের ফাস্টফুড বেকারী ঘোপ সেন্ট্রাল রোডে আজাদের বাড়ির নিচ তলায় ৫ শ্রমিকের মোবাইল চুরি করায় ২ চোরের সহযোগিতায়। এ সময় নিজের মোবাইলটিও চুরি করায় সে। ২৪ অক্টোবর বিক্রির উদ্দেশ্যে পুলেরহাটে গিয়েছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad