ডিবির এসআই মফিজুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে একটি চৌকস টিম জেলার আইন শৃংখলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় পুলেরহাট মোড় থেকে ৫টি চোরাই মোবাইল ফোনসহ ১ জনকে হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন, যার নাম্বার ৮২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার পিপিএম জানিয়েছেন, ধৃত তারেক শহরের সিটি প্লাজার কে ফে ডে লাইট রেষ্টুরেন্টের বাবুর্চি। ওই রেস্টুরেন্টের ফাস্টফুড বেকারী ঘোপ সেন্ট্রাল রোডে আজাদের বাড়ির নিচ তলায় ৫ শ্রমিকের মোবাইল চুরি করায় ২ চোরের সহযোগিতায়। এ সময় নিজের মোবাইলটিও চুরি করায় সে। ২৪ অক্টোবর বিক্রির উদ্দেশ্যে পুলেরহাটে গিয়েছিল।
Post Top Ad
as
a1
Sunday, October 24, 2021
৫টি মোবাইল সেটসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য আটক
ডিবির এসআই মফিজুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে একটি চৌকস টিম জেলার আইন শৃংখলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় পুলেরহাট মোড় থেকে ৫টি চোরাই মোবাইল ফোনসহ ১ জনকে হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন, যার নাম্বার ৮২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার পিপিএম জানিয়েছেন, ধৃত তারেক শহরের সিটি প্লাজার কে ফে ডে লাইট রেষ্টুরেন্টের বাবুর্চি। ওই রেস্টুরেন্টের ফাস্টফুড বেকারী ঘোপ সেন্ট্রাল রোডে আজাদের বাড়ির নিচ তলায় ৫ শ্রমিকের মোবাইল চুরি করায় ২ চোরের সহযোগিতায়। এ সময় নিজের মোবাইলটিও চুরি করায় সে। ২৪ অক্টোবর বিক্রির উদ্দেশ্যে পুলেরহাটে গিয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment