যশোরে মালহা বানু(৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ী ৫ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা সহ র্যাবের হাতে আটক হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে ও নূর মোহাম্মদের স্ত্রী। প্রথমে তার ব্যাগ তল্লাশি করে ৩৫শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তারপর ডাক্তারের সহযোগিতায় এক্সরে করে আরও ২৩শ’৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে যশোরের র্যাব-৬, এর সদস্যরা জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেন। যশোর র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার, লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, সোমবার বিকালে ঝিকরগাছা বেনেয়ালি গ্রামে এক মাদককারবারী অবস্থান করছে এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষনিক অভিযান চালানো হয়। এসময় তাকে আটক করা হয়। প্রথমে বিশেষভাবে লুকানো একটি ব্যাগ থেকে সাড়ে তিনহাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সে স্বীকার করে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে। এরপর ডাক্তারের সহযোগিতায় পেটের ভেতর থেকে আরও ২৩শ’৫০ পিছ ইয়াবা বের করা হয়।
No comments:
Post a Comment