অস্ত্রসহ আকুল আটকে বেনাপোলে বিশাল আনন্দ মিছিল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, September 7, 2021

অস্ত্রসহ আকুল আটকে বেনাপোলে বিশাল আনন্দ মিছিল

 


যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন আটটি বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের হাতে আটকের পর কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক তাকে বহিষ্কার করায় মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন।  

আনন্দ মিছিলটি বেনাপোল বন্দর এলাকাসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর নেতৃত্ব দেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার। এছাড়া, ডাব্লু মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক খলিলুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রাসেল, যুবলীগ নেতা জাকির হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, অস্ত্র ব্যবসায়ী আকুলকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। একজন অস্ত্র ব্যবসায়ী কখনো ছাত্রনেতা হতে পারে না। এসব ব্যক্তির কারণে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
নেতৃবৃন্দ অস্ত্রসহ আটক আকুলের শান্তির দাবি জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad