যবিপ্রবিতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা নারীর বিরুদ্ধে মামলা ভুক্তভোগীর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, September 1, 2021

যবিপ্রবিতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা নারীর বিরুদ্ধে মামলা ভুক্তভোগীর

 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে হীরা পারভীন নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের রওশন আলী বিশ্বাসের ছেলে শাহারুল ইসলাম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি হীরা পারভীন যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া বটতলা এলাকার কাজী আব্দুল হান্নানের স্ত্রী।

বাদী শাহারুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, আসামি হীরা পারভীন তার পূর্ব পরিচিত। তাদের মধ্যে টাকা লেনদেন হয়। তিনি তার কাছে ৩ লাখ ৬৩ হাজার ২শ’ টাকা পেতেন। শাহারুল ইসলামের মেয়ে ফারজানা আক্তারকে এই টাকার বিনিময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হীরা পারভীন। তবে, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মেয়েকে চাকরি দিতে না পারায় তার কাছে শাহারুল ইসলাম টাকা ফেরত চাইলে তিনি তালবাহনা করতে থাকেন। এরপর ২০২০ সালের ২৬ জানুয়ারি এক সালিশে সিদ্ধান্ত হয় যে, ২০ দিনের মধ্যে নগদ এক লাখ টাকা এবং বাকি টাকা পরে ফেরত দিবেন হীরা পারভীন। কিন্তু সালিশের সিদ্ধান্ত অনুযায়ী হীরা পারভীন টাকা ফেরত দেননি। উল্টো শাহারুল ইসলামকে হুমকি ধামকি দেয়া শুরু করেন। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad