যশোরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, August 22, 2021

যশোরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

 


যশোরের একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনস্টেবলকে আটক করা হয়েছে।একইসাথে তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা  হয়েছে।  শনিবার বিকেলে যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।আটক আজম মোল্যা যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে, বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত।  তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল আজম মোল্যা  (কং- ১৭৩৪) ও মুজাহিদ (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করেন।তিনি জানান, উল্লিখিত দুজন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad