যশোরে নওদাগা গ্রামের ভৈরব নদে ডুবে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, August 27, 2021

যশোরে নওদাগা গ্রামের ভৈরব নদে ডুবে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

 


যশোরে ভৈরব নদে ডুবে সায়েম হুসাইন (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি শহরতলী মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

মৃতের পিতা মজির উদ্দিন জানান, আজ শুক্রবার দুপুরে তার ছেল বাড়ির পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলা করছিলো। খেলে শেষে দুপুর ১২ টার দিকে ৫ জন বন্ধুর সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে। সায়েম সাতার না জানায় ভৈরব নদের বালিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে তলিয়ে যেতে দেখে তারা পালিয়ে যায়। দুপুর দেড় টার দিকে পরিবারের লোকজন তাকে খোজ করতে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সায়েম নদে নেমে তলিয়ে গেছে আর উঠেনি। পরে পরিবারের লোজকন নদ থেকে সায়েমকে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের ডাক্তার শাহীনুর রহমান সোহান জানান, হাসপাতালে আনবার কমপক্ষে দু'ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad