যশোরে করোনা মহামারির মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে নতুন বিপদ ডেঙ্গু। মঙ্গলবার জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরের এক শিশুর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার ভিতর ডেঙ্গু শনাক্তের হার বাড়লে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তারপরও স্বাস্থ্য বিভাগ যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অভয়নগর ও শার্শা উপজেলায়। এসব রোগীর মধ্যে বেশিরভাগ ঢাকা ফেরত। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, এ বছর আক্রান্তদের মধ্যে এক তৃতীয়াংশ সুস্থ রয়েছেন। এখনো পর্যন্ত কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি। বর্তমানে ঢাকাসহ দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। যশোরে ২১ জনের শনাক্ত হয়েছে। তবে ভয়ের কিছু নেই।
No comments:
Post a Comment