যশোর শহরের বিভিন্ন স্থানে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে ইয়ুথ ফর স্মাইল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, August 30, 2021

যশোর শহরের বিভিন্ন স্থানে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে ইয়ুথ ফর স্মাইল


 ইয়ুথ ফর স্মাইল এর নিয়মিত কর্মসূচী “প্রজেক্ট ক্ষুধা” এবার আয়োজন হলো যশোর শহরে। এই কর্মসূচীর মাধ্যমে ইয়ুথ ফর স্মাইল প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত মানুষদের একবেলার খাবার এর ব্যাবস্থা করে থাকে।

২৭/০৮/২০২১, শুক্রবার যশোর শহরের বিভীন্ন স্থান এবং দুটি এতিমখানায় তারা খাদ্য বিতরণ করে । এই কর্মসূচীর মাধ্যমে ২৫০ জনের অধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর স্মাইল এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলফি বিন ফেরদৌস , যশোর জেলা শাখার প্রধান এবি সৌমিক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফর স্মাইল এর হেড অফ পি আর সাদিপ শাহদাত দ্বীপ এবং যশোর জেলা শাখার সদস্যবৃন্দ আল শিহাদ প্রিয়, প্রান্ত সাহা, রাহাতুল ইসলাম রিয়ন, সামিউল আজম, সাদমান অর্ক,তানজিম সাদাব,জামিল উদ্দিন আহমেদ দিপ্র,ফারহানা মুমু।
ইয়ুথ ফর স্মাইল এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলফি বিন ফেরদৌস বলেন “ইয়ুথ ফর স্মাইল এর বিভীন্ন কার্যক্রম এর মধ্যে “প্রজেক্ট ক্ষুধা” অন্যতম। আমরা উদ্দেশ্য হলো সমাজের কোনো মানুষ যেনো ক্ষুধার্ত না থাকে। এজন্য আমরা চেষ্ঠা করি সুবিধাবঞ্চিত,দিনমজুর, ছিন্নমূল এবং পথশিশুদের অন্তত একবেলার খাবার নিশ্চিত করতে। সকলের সহোযগীতায় এবং চেষ্ঠার মাধ্যমে আমরা আরও অনেক ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারবো।“

No comments:

Post a Comment

Post Bottom Ad