অভয়নগর (যশোর)প্রতিনিধি: অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩৮ জনে।
জানা গেছে, চলিশিয়া গ্রামের রিজিয়া বেগম(৬৭) করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন রোববার রাতে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৭৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ৪০০জন, হাসপাতালে ভর্তি আছে ৪০ জন এবং অন্যত্র পাঠানো হয়েছে ১০ জনকে। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
মোঃ আমানুল্লাহ
No comments:
Post a Comment