যশোরে আরও ৪৩ হাজার দুশ’ ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। শুক্রবার ভোর ৬টার দিকে ফ্রিজার ভ্যানযোগে ‘সিনোফার্ম’ কোম্পনির ভ্যাকসিনগুলো সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছায়।এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন, এনডিসি মামুনুর রশীদ, ডিএসবির ডিআইও-১ এম মশিউর রহমান, ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামদ, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি প্রমুখ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, প্রায় দু’মাস বন্ধ থাকার পর বয়সসীমা ৪০ বছর থেকে ৩৫ বছরে নামিয়ে এনে দেশজুড়ে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন আবার শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার সঙ্কটে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও। ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত যশোর নার্সিং ইনস্টিটিউটে টিকা প্রদান করা হচ্ছে।
No comments:
Post a Comment