অক্সিজেনের অভাবে সাতক্ষীরা মেডিক্যালে ৭ রোগীর মৃত্যুর অভিযোগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, July 1, 2021

অক্সিজেনের অভাবে সাতক্ষীরা মেডিক্যালে ৭ রোগীর মৃত্যুর অভিযোগ

 


সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের অভাবে অন্তত ৭ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যার পর রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে এ মৃত্যুর ঘটনা ঘটে।

ঈদুল ফিতরের পর; করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢালমাটাল হয়ে পড়ে দেশের সীমান্ত জেলাগুলো। করোনা রোগী বাড়তে থাকায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। হাসপাতালটি আড়াইশ বেডে উন্নীত করা হলেও বর্তমানে রোগী ভর্তি রয়েছেন প্রায় ৩শ'।

তবে হাসপাতালটি করোনার উপসর্গ ও রোগীর ভর্তি চিকিৎসাসহ নানা খাতে অনিয়মের অভিযোগ ছিলো। বুধবার (৩০ জুন) বিকেল থেকে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ইউনিটে বিপর্যয় শুরু হয়। মারা যায় এক এক করে সাতজন রোগী।

এদিকে, অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ে কারো কোনো গাফিলতি ছিলো কি-না, তা খতিয়ে দেখা হবে বলে জানান সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত।

No comments:

Post a Comment

Post Bottom Ad