যশোরের সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। ইতোমধ্যে দুই সেট অক্সিজেন সিলিন্ডার জেইউজে সংগ্রহ করেছে। গতকাল এই দুই সেট অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে যশোর জেলা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতি। প্রেসক্লাব যশোর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগুলো হস্তান্তর করেন ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও যশোর জেলা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শফিকুর আজাদ।
উপস্থিত ছিলেন জেইউজের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব মুকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু, জেইউজের যুগ্ম সম্পাদক তবিবর রহমান, নির্বাহী সদস্য ও জেলা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ডি এইচ দিলশান, সাংগঠনিক সম্পাদক রানা চৌধুরী, অর্থ সম্পাদক মেহেদী হাসান সুমন, নির্বাহী সদস্য হৃদয় হাসান, কাজী সাব্বির, ইসমাইল হোসেন, রাজিব আসিফ প্রমুখ।
No comments:
Post a Comment