আজকে ১৮ জুলাই প্রজেক্ট সুরক্ষা ক্যাম্পেইন এর মাধ্যমে যশোর জংশনে ১০০ জনকে মাস্ক এবং প্রজেক্টঃ ক্ষুধা ক্যাম্পেইনের ৫০ জন মানুষকে দুপুরের খাবার এবং ৩০ জন পথশিশুকে বার্গার বিতরণ করা হয় ।
সেখানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর স্মাইলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি সৌমিক আহমেদ এবং স্বাদীপ শাহাদাৎ দ্বীপ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট লিডার সজীব হোসেন তামীম,আল শিহাদ প্রিয়, ফারহানা মুমু, জামিল উদ্দিন আহমেদ দিপ্র,আজিজুল হাকিম অয়ন তানজীম সাবাব প্রান্ত সাহা সহ অন্যরা। ইয়ুথ ফর স্মাইলের প্রতিষ্ঠাতা আলফী ফেরদৌসের নেতৃত্বে প্রজেক্ট সুরক্ষা আয়োজন করা হয়। এ বি সৌমিক আহমেদের কাছে শুনলে তিনি জানান,এইটা কোনো দান না।এইটা উপহারস্বরুপ এবং সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়। এবং এই প্রজেক্টের মাধ্যমে যদি মানুষের মুখে হাসি ফোঁটে তাহলে তাদের কর্মকাণ্ড স্বার্থক। এবং তাদের কাজ চলমান থাকবে।
No comments:
Post a Comment