যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোববার ৭১টি মামলা ও ৫১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ৭১ জনকে জেল দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শহরের জজ কোর্ট এলাকা ও ঘোপ অভিযান চালিয়ে ৫ জনকে জেল, ৫টি মামলা ও ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান পুলেরহাট, চাঁচড়াসহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলা, ৪ জনকে জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম অভিযান চালান আরএন রোড এলাকায়। এসময় তিনি ১টি মামলা, ১ জনকে জেল এবং ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে, অভয়নগরে ১৬টি মামলা, ১৬ জনকে জেল ও ৬ হাজার ৮শ’ টাকা, কেশবপুরে ১৭টি মামলা, ১৭ জনকে ও ২০ হাজার ৯শ’, ঝিকরগাছাতে ৫টি মামলা, ৫ জনকে জেল ও ১ হাজার টাকা, শার্শায় ৫টি মামলা ৫ জনকে জেল ও ১ হাজার ৫শ’ টাকা, চৌগাছাতে ১২টি মামলা ১২ জনকে জেল ও ১০ হাজার টাকা এবং মণিরামপুরে ৬টি মামলা, ৬ জনকে জেল ও ২ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
No comments:
Post a Comment