যশোরে কঠোর বিধিনিষেধের মধ্যে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার যশোর পৌরসভার ৮নং ওয়ার্ডের বেজপাড়া পূজামন্দির মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সহযোগিতায় এদিন ওয়ার্ডের দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, জেলা যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, যশোর পৌরসভার কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, প্রদীপ কুমার নাথ বাবলু, পৌর আওয়ামী লীগ নেতা ইউসুফ সাইদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলী হোসেন নয়ন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক এনামুল হক, সদস্য পিয়ার মোহাম্মদ পিয়ারু, সাহেব আলী, ছাব্বির মৃধা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুন, আরিফুর রহমান সাগর, রাজু রানা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, ফাহমিদ হুদা বিজয়, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য সজীব হোসেন সুজন, পৌর ছাত্রলীগের সদস্য মুস্তাফিজুর রহমান মুস্তাক, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, প্রচার সম্পাদক মহিউদ্দিন সানি, ছাত্রনেতা তন্ময়, নাইম, মিকাইলসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশে যশোর পৌর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে। এছাড়া যশোরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে জেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যশোর পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। যার নেতৃত্ব দিচ্ছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।
No comments:
Post a Comment