যশোরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত চা দোকানিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে যশোর জিলা স্কুল সম্মেলন কক্ষে লকডাউনে চা দোকান বন্ধ রাখার শর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৭১ দোকানদারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে দশকেজি চাল, দুই লিটার তেল ও ১ কেজি মশুরের ডাল রয়েছে। এসয় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, করোনাকালে যশোর জেলায় সব ধরণের সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম চলছে। কেউ খাদ্য সংকটে থাকলে আমরা সাথে সাথেই তার কাছে সহায়তা ও উপহার পৌঁছে দিচ্ছি। করোনার প্রাদুর্ভাব রোধকল্পে এ জেলায় কঠোর বিধি-নিষেধ জারি হওয়ার পর ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার সব উপজেলা ও পৌরসভায় ১০৫ দশমিক ৫ টন চাল এবং নগদ দুই কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা বণ্টন করা হয়েছে। এ বরাদ্দ কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩-তে কল করা ব্যক্তি, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়ার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরে করোনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়া ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদানের জন্য এ জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দ ছাড়াও আলাদা করে প্রতিটি পৌরসভার জন্য ১০ মেট্রিক টন চাল, নগদ এক লাখ টাকা বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Post Top Ad
as
a1
Wednesday, July 14, 2021
যশোরে ৬৭১ চা দোকানিকে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
যশোরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত চা দোকানিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে যশোর জিলা স্কুল সম্মেলন কক্ষে লকডাউনে চা দোকান বন্ধ রাখার শর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৭১ দোকানদারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে দশকেজি চাল, দুই লিটার তেল ও ১ কেজি মশুরের ডাল রয়েছে। এসয় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, করোনাকালে যশোর জেলায় সব ধরণের সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম চলছে। কেউ খাদ্য সংকটে থাকলে আমরা সাথে সাথেই তার কাছে সহায়তা ও উপহার পৌঁছে দিচ্ছি। করোনার প্রাদুর্ভাব রোধকল্পে এ জেলায় কঠোর বিধি-নিষেধ জারি হওয়ার পর ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার সব উপজেলা ও পৌরসভায় ১০৫ দশমিক ৫ টন চাল এবং নগদ দুই কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা বণ্টন করা হয়েছে। এ বরাদ্দ কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩-তে কল করা ব্যক্তি, গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়ার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরে করোনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়া ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদানের জন্য এ জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দ ছাড়াও আলাদা করে প্রতিটি পৌরসভার জন্য ১০ মেট্রিক টন চাল, নগদ এক লাখ টাকা বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment