ভয়াবহ করোনা মহামারীতে দেশে অক্সিজেন সংকট, আর জাতির এই ক্রান্তিলগ্নে "ফুটস্টেপস্" এগিয়ে এসেছে, তারা দেশের উত্তর- দক্ষিন অঞ্চলে বিনামূল্যে অক্সিজেন সরবারহের কাজ করে যাচ্ছে।
এই করোনা মহামারীতে যখন সারা দুনিয়া পর্যদুস্ত তখন কিছু তরুন উঠে পড়ে লেগেছে যশোরকে মহামারির হাত থেকে বাঁচাতে, মহামারিতে যশোরের মানুষকে বাঁচাতে। "ফুটস্টেপস্" এর তত্ত্বাবধানে অতিথিখানা, ইচ্ছে ইনিসিয়েটিভ ও হৃদয়ে যশোর নামে তিনটি সংগঠন একসাথে মিলে কাজ করছে এই মহামারিতে। করোনায় শ্বাসকষ্ট হলে প্রতিবেশী ভারতের মতন যেন অক্সিজেনের অভাব না হয় তাই অক্সিজেন নিয়ে প্রস্তুত তারা বিনামূল্যে অক্সিজেন সরবারহ করতে। তাদের স্লোগান "অক্সিজেনের অভাবে ঝরে যেতে দেবো না যশোর এর একটিও প্রাণ।"
যশোর ছাড়াও সাতক্ষীরা, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং নীলফামারীতে "ফুটস্টেপস্" এর তত্ত্বাবধানে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু আছে।
No comments:
Post a Comment