অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, July 15, 2021

অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

 


অভয়নগর (যশোর) প্রতিনিধি:- অভয়নগর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা পুলিন বিহারী বিশ্বাস (৮৫) মারা গেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নওয়াপাড়া মহাশশ্মানে সৎকার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রন্তের সংখ্যা দাড়ালো ১৫৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ৪০৪জন, হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন এবং অন্যত্র পাঠানো হয়েছে ১০ জনকে। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মোঃ আমানুল্লাহ

No comments:

Post a Comment

Post Bottom Ad