গত বছরের মে মাসে আম্পান ঝড়ে যশোরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ঝড়ে পুলিশ সুপার কার্যালয় ( ক্যাথলিক গির্জা) এর সামনে ঢাকনাযুক্ত ড্রেনের উপর গাছ পড়ে।ফলে ড্রেনের ঢাকনা ভেঙ্গে যায়।কিন্তু অবাক বিষয় যে ঘটনার ১১ মাস পরেও কেউ এটি মেরামত করতে অাসে নি।অথচ এই ড্রেনের উপর দিয়ে সবাই চলাচল করে। যা ফুটপাতের মতো কাজ করে।অন্ধকারে যে কেউ পড়ে যেতে পারে।এখন পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটে নি তাই মনে হয় যথাযথ কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি।যদি কেউ পড়ে অাহত বা নিহত হতো তখনই মনে হয় কতৃপক্ষ ব্যবস্থা নিত।
এসকে ফাহাদ ফারদিন
No comments:
Post a Comment