২৪ জুলাই রাতে যশোর শহরের বিমান অফিস মোড়ে অস্ত্র ঠেকিয়ে দুই যুবকের কাছ থেকে ছিনতাই করেছে সংঘবব্ধ একটি দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, ওই দিন রাত ৯ টায় যশোর শহরের মাইকপট্টিতে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন নতুন খয়েরতলার সৈয়দ ইসলামের ছেলে সোলাইমান হোসেন (১৯) ও রবিউল ইসলামের ছেলে সুমন (১৮)। পথিমধ্যে যশোর বিমান অফিস মোড়ে পৌঁছালে ৩টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওই দ্’ুযুবকের বাইসাইকেলের গতিরোধ করে। ওই দুর্বৃত্ত চক্র সোলাইমান ও সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে ৯ হাজার ৩শ’ টাকা, একটি ক্যাপ্টেন বাইসাইকেল, দুইটি আইটেল স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এরপর এলোপাতাড়ি মারপিট করে হত্যার হুমকি দিয়ে যায়। অভিযোগ তদন্ত করছেন থানার এসআই মহিদুল ইসলাম।
Post Top Ad
a1
Sunday, July 25, 2021

যশোর বিমান অফিস মোড়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
২৪ জুলাই রাতে যশোর শহরের বিমান অফিস মোড়ে অস্ত্র ঠেকিয়ে দুই যুবকের কাছ থেকে ছিনতাই করেছে সংঘবব্ধ একটি দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, ওই দিন রাত ৯ টায় যশোর শহরের মাইকপট্টিতে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন নতুন খয়েরতলার সৈয়দ ইসলামের ছেলে সোলাইমান হোসেন (১৯) ও রবিউল ইসলামের ছেলে সুমন (১৮)। পথিমধ্যে যশোর বিমান অফিস মোড়ে পৌঁছালে ৩টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওই দ্’ুযুবকের বাইসাইকেলের গতিরোধ করে। ওই দুর্বৃত্ত চক্র সোলাইমান ও সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে ৯ হাজার ৩শ’ টাকা, একটি ক্যাপ্টেন বাইসাইকেল, দুইটি আইটেল স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এরপর এলোপাতাড়ি মারপিট করে হত্যার হুমকি দিয়ে যায়। অভিযোগ তদন্ত করছেন থানার এসআই মহিদুল ইসলাম।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment