ইয়ুথ ফর স্মাইল যশোরের উদ্যোগে যশোর শহরের দড়াটানা এবং থানার মোড়ে মাস্ক বিতরণ করা হয়
সেখানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর স্মাইলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি সৌমিক আহমেদ এবং স্বাদীপ শাহাদাৎ দ্বীপ এবং উপস্থিত ছিলেন সজীব হোসেন তামীম প্রজেক্ট লিডার,আল শিহাদ প্রিয়, ফারহানা মুমু, জামিল উদ্দিন আহমেদ দিপ্র সহ অন্যরা।
ইয়ুথ ফর স্মাইলের প্রতিষ্ঠাতা আলফী ফেরদৌসের নেতৃত্বে প্রজেক্টঃসুরক্ষা আয়োজন করা হয় এই আয়োজনে যশোর জেলা পুলিশ সহায়তা করে।
No comments:
Post a Comment