খাজনা বাড়ানোর স্বিদ্ধান্ত থেকে পিছু হাটলেন পৌর কর্তৃপক্ষ , চাল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, July 10, 2021

খাজনা বাড়ানোর স্বিদ্ধান্ত থেকে পিছু হাটলেন পৌর কর্তৃপক্ষ , চাল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

 


ব্যবসায়ীদের দাবির মুখে যশোর পৌরসভা চাল চান্নি ও হাট চান্নির বিভিন্ন টোল বৃদ্ধির স্বিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছে যশোর পৌরসভা কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনদের কাছে লিখিত আকারে পত্র দিয়ে ব্যবসায়ীদের অবগত করা হয়েছে। এতে করে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। তবে, পৌর কর্তৃপক্ষের দেয়া চিঠিতে তিনমাসের জন্য স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন পৌর কর্তৃপক্ষ সম্পূর্ন অবৈধ ভাবে এ টোল বৃদ্ধির স্বিদ্ধান্ত নিয়েছেন। ফের যদি টোল বৃদ্ধির কথা বলে তাহলে তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান। একই সাথে চাল ব্যবসায়ীরা তাদের অনির্দিষ্ট কালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে শুক্রবার থেকে পুনরায় ব্যবসা পরিচালনা করবেন বলে জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad