প্রিয় যশোরবাসী
সকলকে জানায় মুজবীয় শুভেচ্ছা ও সালাম। আশাকরি সকলে নিজ নিজ অবস্হানে সুস্হ আছেন ভালো আছেন।আপনারা সকলেই অবগত বর্তমানে আমাদের যশোর সহ কয়েকটি জেলায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ব্যাপক হারে বিস্তার করছে। যা আমাদের জন্য চরম ঝুকি ও বিপদজনক।যার ফলে যশোর পৌরসভা সহ বিভিন্ন স্হানে কার্যকর করা হয়েছে লকডাউন। চিকিৎসা সেবা সহ অতিব জরুরী কারন ছাড়া নিষিদ্ধ করা হয়েছে সকল প্রকার চলাচল। এই মহামারী থেকে বাঁচতে সকলে নিজ নিজ স্হানে অবস্হান করুন। জরুরি প্রয়োজনে বাসার বাইরে বের হলে সঠিক পদ্ধতিতে মাস্ক পরিধান করুন, সামাজিক দুরত্ব নিশ্চিত করুন। আপনার ভুলের কারনে আক্রান্ত হতে পারে আপনার পরিবার। দয়াকরে নিজেকে ও নিজের পরিবার রক্ষার্থে মেনে চলুন সকল প্রকার বিধি নিষেধ।বিগত সকল দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ ছিল সদা তৎপর, বর্তমানেও এই মহামারীতে সক্রিয় ভূমিকা পালন করছে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় যশোর জেলা ছাত্রলীগ অতীতের ন্যায় প্রস্তুত আপনাদের সহযোগিতায়। যেহেতু আমরা যুদ্ধ করছি এক অদৃশ্য অশুভ শক্তির বিরুদ্ধে সুতরাং আপনার আমার সচেনতায় রোধ করতে পারে করোনার বিস্তার।
আসুন সকলে নিজ নিজ জায়গায় সচেতন হয় মহামারি করোনা রুখতে। সকলে ঘরে থাকুন মাস্ক পরিধান করুন, সুস্হ থাকুন।
তানজীব নওশদ পল্লব
সাধারন সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, যশোর জেলা শাখা।
No comments:
Post a Comment