বড় জয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, June 13, 2021

বড় জয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের

 

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে ব্রাজিল। কোপার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

যদিও কোভিডের কারণে ভেনেজুয়েলার নিয়মিত একাদশের ৭ জনই ছিলেন না দলে।

সেলেসাওদের ঘরের মাঠে কোপার উদ্বোধনী ম্যাচ। কোভিডে দুইবার স্বাগতিক পাল্টে হোস্টশিপ পাওয়া ব্রাজিল শুরু থেকেই দাপুটে। করোনায় বাদ পড়েছে অতিথি ভেনেজুয়েলার ৮ ফুটবলার। শুরুর একাদশের ৭ জনকে না পেয়ে প্রথম থেকে নিষ্প্রভ ভেনেজুয়েলা। ওদের ওপর একের পর আক্রমণ চালাতেই থাকে তিতের দল।

২৩ মিনিটেই লিড পেয়ে পেয়ে গেছে সোস্টরা। ব্রাজিলকে লিড এনে দেন ডিফেন্ডার মাকুইনহোস। আরও কিছু সুযোগ ছিল ব্রাজিলের, যদিও ঐ ১-০ গোলেই বাশি পড়েছে প্রথমার্ধের।

ম্যাচের ৬৪ মিনিটে লিড হয়েছে ডাবল। ব্রাজিলের আক্রমণ সামলাতে গিয় বক্সে ফাউল করে বসে ভেনেজুয়েলা। পেনাল্টি পেয়ে স্কোরশিটে নাম তোলেন নেইমার জুনিয়র। এরপর একেবারে শেষ দিকে সেলেসাওরা করেছে আরও একটা গোল। নেইমারের নান্দনিক অ্যাসিস্ট বডি দিয়ে রিভিস করে ব্রাজিলের জয়টা আরও বড় করেন গ্যাব্রিয়েল বারবোসা।

No comments:

Post a Comment

Post Bottom Ad