বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, এবারের লকডাউন আগের চেয়ে অনেক বেশি কঠোরভাবে পালন করা হবে। লকডাউন ভঙ্গ করে বাসার বাইরে বের হলেই আইনি জটিলতা পোহাতে হবে। এবার আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারা প্রয়োগের মাধ্যমে সঙ্গত কারণ দেখাতে না পারলে গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা শেষে ৬ মাসের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তির পরিবারের সদস্যদের গাড়ি ব্যবহার করতে হবে, তবে পাসপোর্ট বা টিকিট দেখাতে হবে। জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া কেউ ব্যক্তিগত গাড়ি ব্যাবহার করতে পারবেন না। প্রয়োজনে রিকশা ব্যবহার করতে পারবেন। টিকা নিতে, বাজারে যেতে রিকশায় যেতে পারবেন। যন্ত্রচালিত যানবাহন চলতে দেয়া হবে না। মাস্ক পরে বের হতে হবে।
No comments:
Post a Comment