চীন থেকে দেশে আসা করোনা টিকার ১২ হাজার ডোজ যশোরে এসেছে। বুধবার ভোর ছয়টার দিকে পৌছানো টিকা জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে রাখা হয়। এসময় উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, এমওসিএস ডা. রেহনেওয়াজসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই টিকা শুধুমাত্র মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউট, ম্যাটস ও আইএসটির ছাত্রছাত্রীদের প্রয়োগ করা হবে। যশোর জেলার মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরে জনসাধারণের জন্য ভ্যাকসিন আসবে।
No comments:
Post a Comment