যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে পুলিশ।
জিতু মোল্লাপাড়ার সিরাজুল ইসলাম সিরার ছেলে ও আরেক সন্ত্রাসী ফিঙে লিটনের ভাগ্নে। সে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি। এর আগে একাধিকবার সে পুলিশের হাতে আটক হয়ে কারাগারে গেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর কোতোয়াাল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘জিতুকে আটক করা হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছেনা। আমি থানার বাইরে রয়েছি’।
এদিকে, পুলিশের একটি সূত্র জানায় শনিবার সন্ধ্যার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিতুকে আটক করেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৪ জুন যশোর শহরে বোমা বানানোর সময় বিস্ফোরণে জিতুসহ দু’জন জখম হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শহরের স্টেডিয়াম পাড়ায় ডাকাতি মামলায় তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
No comments:
Post a Comment