যশোর শহরে বেড়েছে কুকুরের উৎপাত একদিনে কুকুরের কামড়ে আহত ২০ জন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, June 11, 2021

যশোর শহরে বেড়েছে কুকুরের উৎপাত একদিনে কুকুরের কামড়ে আহত ২০ জন

 


শোর মেডিকেল কলেজ হাসপাতালে কুকুরের কামড়ে আহত হয়ে আজ কমপক্ষে ২০ জন চিকিৎসা নিয়েছেন।

সকলেই পৌর এলাকার শংকরপুর ও খড়কি এলাকার বাসিন্দা।
হাসপাতালের জরুরি বিভাগের তথ্যানুযায়ী, শহরের শংকরপুর ও খড়কি এলাকা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তহমিনা বেগম, রহিমা, জান্নাতুল ফেরদৌস, পারুল, কুলসুম, সুমাইয়া, ইতি, পার্বতী, সোহানা, ইছা, মোস্তাফিজুর রহমান, সালাম, রিজিয়া, মল্লিক, আলতাফ, ইসলাম, ময়না, মুরসালিন, রাতুল, মাসুরা ও মুন্না।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহান বলেন, শুক্রবার সকালে কুকুরে কামড়ানো কয়েকজন হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরামর্শ দেয়া হয়েছে পৌরসভা থেকে টিকা নেয়ার।

No comments:

Post a Comment

Post Bottom Ad