যশোর মেডিকেল কলেজ হাসপাতালে কুকুরের কামড়ে আহত হয়ে আজ কমপক্ষে ২০ জন চিকিৎসা নিয়েছেন।
সকলেই পৌর এলাকার শংকরপুর ও খড়কি এলাকার বাসিন্দা।
হাসপাতালের জরুরি বিভাগের তথ্যানুযায়ী, শহরের শংকরপুর ও খড়কি এলাকা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তহমিনা বেগম, রহিমা, জান্নাতুল ফেরদৌস, পারুল, কুলসুম, সুমাইয়া, ইতি, পার্বতী, সোহানা, ইছা, মোস্তাফিজুর রহমান, সালাম, রিজিয়া, মল্লিক, আলতাফ, ইসলাম, ময়না, মুরসালিন, রাতুল, মাসুরা ও মুন্না।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহান বলেন, শুক্রবার সকালে কুকুরে কামড়ানো কয়েকজন হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরামর্শ দেয়া হয়েছে পৌরসভা থেকে টিকা নেয়ার।
No comments:
Post a Comment