যশোরে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ।আজ ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
প্রশাসন আক্রান্তের হার কমানোর জন্যে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এসব পদক্ষেপ যেন তেমন কোনো কাজে আসছে না। সর্বশেষ, গতকাল বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন একশ’ ৯৪ জন। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। নতুন করে জয়নাল মোল্লা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। ৯ জুন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইয়োলো জোনে তার মৃত্যু হয়। ১০ জুন তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৪৩.৫০ %।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে তিনশ’ ৪১ জনের নমুনা পরীক্ষায় একশ’ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে একশ’ ৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
No comments:
Post a Comment