যবিপ্রবির সদ্য বিদায়ী ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 21, 2021

যবিপ্রবির সদ্য বিদায়ী ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 


১৯ মে বিদায় নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়মের ৫০টির বেশি অভিযোগ এনে ২০ মে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার দুপুর ১টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশের উদ্যোগে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

তিনি বলেন, উপাচার্য ড. আনোয়ার হোসেন তিন বছর ১১মাসে শিক্ষক, কর্মচারী নিয়োগ, বিধিবহির্ভূতভাবে পদোন্নতি প্রদান ও এক বিভাগ থেকে অন্যবিভাগে স্থানান্তর করা, ভবন নির্মাণে অনিয়ম, অনুমোদনবিহীন বিভাগ চালু করাসহ নানা অনিয়মের মাধ্যমে নিজে লাভবান হয়েছেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ^বিদ্যালয় প্রশাসন, দুদকসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হলেও কোন প্রতিকার মেলেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. আব্দুর রউফ, কোষাধ্যক্ষ ড. সাহেদুর রহমান, সদস্য কিশোর কুমার, ড. ফরহাদ বুলবুল, সুমন রহমান, ড. হুমায়ুন কবীর।

No comments:

Post a Comment

Post Bottom Ad