সৌন্দর্যের নগরী ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস৷ যশোরের শহরের সবচেয়ে সৌন্দর্যময় একটি সড়কের নামকরণ করা হয় সেই প্যারিসের নামে।
দৃষ্টিনন্দন এই সড়কটি আলোকসজ্জা, ফুল, বৃক্ষরাজী আর পরিচ্ছন্নতার কারণে প্রতিনিয়ত সৌন্দর্য পিপাসুদের ভীড় জমে। দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন শুধু সড়কের সৌন্দর্য দেখতে। আমজনতার পদচারণায় মুখরিত সেই সড়কের কপালে এখন জুটেছে বাঁশের খাড়া। আড়াআড়ি বাঁশ দিয়ে আড়া বানিয়ে বন্ধ করা হয়েছে মানুষের সেই আগমনী। শহরের সবচেয়ে আলোকিত সড়কে এখন বাঁশের আড়ায় ঝুলবে মরিচ বাতি।
মরিচ বাতির আলোতে ঢাকা পড়বে প্যারিস রোডের আসল সৌন্দর্য। প্যারিস রোডের নির্রমল আলোকের সৌন্দর্যকে ঝলসে দিতেই কি এই মরিচ বাতির আলোকসজ্জা? প্যারিস রোডে ঘুরতে আসা সৌন্দর্য পিপাসুরা জানান এই বাঁশের খুঁটি এবং তাতে জড়ানো মরিচ বাতি
প্যারিস রোডের আসল সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। উন্নত দেশের সদৃশ রোডের সৌন্দর্য যেন এখন অজপাড়া গাঁয়ের বিয়ে বাড়ির মতো লাগছে। এটা কোন ধরনের উন্নয়নের আলোক সেই প্রশ্ন সুধীজনের।
No comments:
Post a Comment