যশোরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজন আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, May 6, 2021

যশোরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

 


যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, গত ৩০ এপ্রিল দুপুর ১২টার দিকে প্রতিবন্ধী ওই তরুণীকে এলাকার এক কিশোর খোলাডাঙ্গার লুৎফর রহমানের বাড়ির চতুর্থ তলায় নিয়ে যায়। সেখানে তরুণী ধর্ষণের শিকার হয়। লুৎফর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে বাড়ি ফিরে তরুণী তার ওপর নির্যাতনের বিষয়টি পরিবারের লোকজনকে জানিয়েছে। কিন্তু লুৎফর রহমান প্রভাবশালী হওয়ায় এবং ভয়ভীতি প্রদর্শন করার কারণে তরুণীর পরিবার মামলা করতে সাহস পায় না। তবে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়েছে। এরপর লুৎফর রহমানকে বুধবার দুপুরে পুলিশ ধরে নিয়ে গেছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ধরনের একটি অভিযোগ জানতে পেরে লুৎফর রহমানকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি গত শুক্রবারের (৩০ এপ্রিল) ঘটে। কিন্তু এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কেন পুলিশকে জানানো হলোনা এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad