৫ কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, May 26, 2021

৫ কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

 


নওগাঁর ধামইরহাটে ১০৩ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার করেছে র‌্যাব ৫। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বুধবার (২৬ মে) দুপুরে উপজেলর আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর নামক এলাকা থেকে এ  প্রত্নতাত্ত্বিকটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার পিতা মৃত তুরা মোহাম্মদ এর ছেলে ধন মোহাম্মদ (৬৫) তার নিজ বসতবাড়ির ভীত কাটার সময়ে নির্মাণ শ্রমকি জনকৈ আব্দুল কাদরে  কর্তৃক মাটিখনন কালে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত পাওয়াযায়।

পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে  র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করনে। এসময় ঘটনাস্থল থেকে ১০৩ কেজি ওজনের গৌরি পত্তটি উদ্ধার করেন।

যার বৃত্তাকার অংশরে দৈর্ঘ্য ৭৮ সেমি ব্যাস ২৪ সেমি মাঝখানে ৯ সেমি ব্যাসের ফাঁকা বৃত্ত  এবং পুরুত্ব ৬ সেমি এছাড়াও  গোলাকার  অংশরে  একদিকে  ৯সেমি লম্বা অংশ (ফলক) বলে জানা যায়।পরর্বতীতে উদ্ধারকৃত নির্দশনটি নিকটস্থ প্রতœতাত্ত্বিক যাদুঘরে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad