নওয়াপাড়ায় হাতি নিয়ে টাকা আদায় শূঁড়ের আঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 7, 2021

নওয়াপাড়ায় হাতি নিয়ে টাকা আদায় শূঁড়ের আঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত

 


নওয়াপাড়ায় হাতি নিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। হাতির শূঁড়ের আঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে তিনি ও তার প্রতিবেশী সোহরাব হোসেন কোটা বিলে যাচ্ছিলেন। পথে কোটা বাজার এলাকায় হাতির কবলে পড়েন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা হাতিটি পথচারীদের কাছ থেকে হাতির মালিক হাতি দিয়ে টাকা আদায় করছিল। মোটরসাইকেলযোগে যাওয়ার পথে হাতিটি তাদেরও রাস্তা আটকায়। ১০ টাকা দিয়ে যাওয়ার সময় হাতিটি শূঁড় দিয়ে তাদেরকে আঘাত করে। এতে তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওপর পড়ে গিয়ে আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, হাতির শূঁড়ের আঘাতে আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সুত্রঃ গ্রামের কাগজ

No comments:

Post a Comment

Post Bottom Ad