যশোরের সোনা চুরির দুটি চাঞ্চল্যকর মামলা তদন্তের অংশ হিসেবে শহরে ৪ টি জুয়েলারীতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। এসময় ১৭ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ চোর ও বেচাকেনা চক্রের ৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন পুরুষ। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে তদন্ত কর্মকর্তার পক্ষে।
জেলা গোয়েন্দা শাখা ও থানা সূত্র জানিয়েছে, গত মার্চ ও এপ্রিল মাসে যশোর শহরের দুটি বাসায় স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়, যার নাম্বার ৭৯ ও ৮৯। মামলা দুটি তদন্তের দায়িত্বে দেয়া হয় ডিবিকে। ডিবির এসআই মফিজুল ইসলাম মামলাটি তদন্তে নামেন। এক মেজরের বাসায় চুরি করতে গিয়ে আটকা পড়া যশোরের বেজপাড়ার মানিক নামে এক যুবককে আটক দেখিয়ে তদন্ত শুরু করেন।
এক পর্যায়ে সোনা চোর চক্র ও এর সাথে জড়িতদের ব্যাপারে তথ্য পেয়ে ২৪ মে তিনি অভিযান পরিচালনা শুরু করেন। গতকাল বিভিন্ন সময় শহরের খোকন জুয়েলার্স, বিশ^নাথ জুয়েলার্স, মা জুয়েলার্স ও রুমা জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয় চোরকে সাথে নিয়ে। এসময় চুরি যাওয়া ১৭ ভরি সোনা উদ্ধার করে ডিবির ওই টিম। এসময় মানিকের সহযোগী বেজপাড়ার বাপ্পি আটক হয়। মহিলা পুরুষ মিলিয়ে মোট ৯ জনকে আটক করা হয়।এদের ব্যাপারে ডিবির এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, অভিযান এখনও চলমান রয়েছে। এই সিন্ডিকেটে আটক ৯ জনসহ আরও অনেকে থাকতে পারে। অভিযান চলমান থাকায় মিডিয়াকে সব তথ্য এই মুহূর্তে দেয়া যাচ্ছেনা। আজ কালের মধ্যে আটককৃতদের ব্যাপারে যাচাই বাছাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment