৮০ জন বাস মালিককে অনুদান দিলেন কাউন্সিলর হাজী সুমন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, May 2, 2021

৮০ জন বাস মালিককে অনুদান দিলেন কাউন্সিলর হাজী সুমন

 


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তের কারণে বাসের চাকা ঘোরেনি প্রায় এক মাস। টার্মিনালগুলোতে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে বাসগুলো। ফলে বাসের চাকার সাথে জড়িত মালিক, চালক, হেলপার, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের জীবন-জীবিকাও থেমে গেছে। পরিবার পরিজন নিয়ে এখন অনেকটাই অভুক্ত এ পেশার মানুষগুলো।

বর্তমান পরিস্থিতে ৮০ জন বাস মালিকের পাশে দাঁড়ালো যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি। সমিতির আহবায়ক ও যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমনের উদ্যোগে প্রতি জনকে দশ হাজার করে মোট আট লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। রোববার সকালে চাঁচড়ায় সমিতির কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চান্দু, আহসান হাবিব সেলিম, উপদেষ্টা জুল হোসেন এবং মুহাম্মদ আলী।

No comments:

Post a Comment

Post Bottom Ad