যশোরে শত বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা পৌনে তিনটার দিকে যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর পুত্রবধূ জানান, দুপুরে তার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার ভাসুরের ছেলে রুবায়েত ঘরের ভেতরে ঢুকে তার শাশুড়ি ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহমেদ জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে শত বছর বয়সী এক নারীকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে বৃস্পতিবার বেলা সোয়া ১১ টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়।
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ জানান, অভিযুক্ত ধর্ষক রুবায়েতকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment