ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়: বাবুনগরী - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, April 8, 2021

ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়: বাবুনগরী

 


হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানো হেফাজতের কাজ নয়। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে।’

বৃহস্পতিবার (৮এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এসময় তিনি সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘হামলা-মামলা ও দমন-পীড়ন চালিয়ে কখনও সহিংসতা রোধ করা সম্ভব নয়। প্রতিবাদ ও বিক্ষোভ জানানো জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার হরণ করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কোনও বিদেশি আধিপত্যবাদী শক্তির প্ররোচনায় কোনও ধরনের আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান করছি।’

বাবুনগরী আরও বলেন, ‘বিগত ২৬ মার্চ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরীহ শান্তিপ্রিয় মুসল্লিদের ওপর পুলিশের সহযোগী হেলমেট পরিহিত ও চাপাতি-রামদা হাতে একদল সন্ত্রাসী বিনা উসকানিতে আক্রমণ চালায়। পাশাপাশি পুলিশও মুসল্লিদের ওপর গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা আত্মরক্ষার্থে গণপ্রতিরোধ গড়ে তোলে।’

তিনি বলেন, ‘সেদিনের সংঘাতের ভিডিওগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে কারা সহিংসতা উসকে দিয়েছিল। সারা দেশের মানুষ ভিডিওগুলো দেখেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও সেদিনের ঘটনা কাভারেজ পেয়েছিল। সেদিন হেফাজতে ইসলামের কোনও কর্মসূচি ছিল না। সুতরাং, নিছক রাজনৈতিক উদ্দেশে হেফাজতের ১৭ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে।’

No comments:

Post a Comment

Post Bottom Ad