যশোরের কুইন্স হসপিটাল থেকে আব্দুল্লাহ নামে এক চোরকে আটক করেছে পুলিশ। তিনি চৌগাছা থানার কায়েমখোলার রমজান আলীর ছেলে। হসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রায় আব্দুল্লাহ কুইন্স হসপিটাল থেকে রোগীর টাকা, মোবাইল ও মালামাল চুরি করে আসছিল। সম্প্রতি ১ ও ৭ এপ্রিল আব্দুল্লাহ এখান থেকে চুরি করে। ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ২১ এপ্রিল বেলা ১১টায় আবারও চুরির সময় আব্দুল্লাহ হাতেনাতে ধরা পড়ে। পরে হসপাতাল কর্তৃপক্ষ চোরকে থানায় সপর্দ করে।
Post Top Ad
as
a1
Wednesday, April 21, 2021
যশোরের কুইন্স হসপিটাল থেকে আব্দুল্লাহ নামে এক চোরকে আটক করেছে পুলিশ
যশোরের কুইন্স হসপিটাল থেকে আব্দুল্লাহ নামে এক চোরকে আটক করেছে পুলিশ। তিনি চৌগাছা থানার কায়েমখোলার রমজান আলীর ছেলে। হসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রায় আব্দুল্লাহ কুইন্স হসপিটাল থেকে রোগীর টাকা, মোবাইল ও মালামাল চুরি করে আসছিল। সম্প্রতি ১ ও ৭ এপ্রিল আব্দুল্লাহ এখান থেকে চুরি করে। ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ২১ এপ্রিল বেলা ১১টায় আবারও চুরির সময় আব্দুল্লাহ হাতেনাতে ধরা পড়ে। পরে হসপাতাল কর্তৃপক্ষ চোরকে থানায় সপর্দ করে।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment