বাড়ির সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় বিপ্লব বিশ্বাস (৩৬) নামে একজনকে মারপিট করেছে মাদক বিক্রেতারা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের খড়কি এমএম কলেজের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। আহত ওই এলাকার শাহজাহান বিশ্বাসের ছেলে।
আহত বিপ্লব জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় তুহিন, পলাশ ও মনু মিয়া তার বাড়ির সামনে মাদক বিক্রি করছিলেন। এ সময় তাদেরকে অন্যত্র যেয়ে বিক্রি করতে বলা হয়। তখন তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানান, আহতের শরীরে চাপা আঘাত করা হয়েছে। তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment