ঝিনাইদহে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, April 8, 2021

ঝিনাইদহে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ

 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে সুজন হোসেন (২৬) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সুজন গ্রামের মৃত কলম আলীর ছেলে।

সুজন হোসেনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী স্কুল মাঠে বন্ধুরা গল্প করছিলেন। হঠাৎ সুজনের পকেটে থাকা সিম্ফোনি বাটনফোন বিস্ফোরিত হয়। সাথে সাথে আগুন ধরে যায়। পাশের দোকান থেকে পানি দিয়ে আগুন নেভানোর পর সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়াংকা বিশ্বাস জানান, হাটুর ওপরে আগুনে দগ্ধ হয়ে এক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad