যশোর শহরের শংকরপুর থেকে গত ২১ অক্টোবর বুধবার দিবাগত রাতে আরিফুজ্জামান ইমন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে র্যাবের দাবি। র্যাব-৬ যশোরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দারপাড়ার সিরাজুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে একটি দেশি পিস্তলসহ আরিফুজ্জামান ইমন নামে এক যুবককে আটক করা হয়।
আরিফুজ্জামান ইমন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেহেদী হাসান মামুনের ছেলে।
এ ঘটনায় কোতয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment