স্বাস্থ্যবিধি না মানায় যশোরের পাঁচ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০টি মামলায় ৮০ হাজার দুশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র একটি মামলায় এক হাজার টাকা, মেহরাজ শারবীন ছয়টি মামলায় আটশ’ টাকা, নাদির হোসেন শামিম দু’টি মামলায় দু’ হাজার টাকা, কাজী আতিকুর রহমান দু’টি মামলায় চারশ’ টাকা, হাফিজুল হক দু’টি মামলায় সাতশ’ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান চার মামলায় ছয় হাজার টাকা, অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল দু’টি মামলায় দু’ হাজার পাঁচশ’ টাকা, মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ তিনটি মামলায় দশ হাজার তিনশ’ টাকা, কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা একটি মামলায় ৫০ হাজার টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা দু’টি মামলায় এক হাজার টাকা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক দু’টি মামলায় দু’ হাজার টাকা জরিমানা আদায় করেন।
No comments:
Post a Comment