এবারো যশোরে শ্রমিক সংকটে পড়া দরিদ্র চাষিদের ধান কাটবে সাংস্কৃতিক কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় জোটের অনলাইন মিটিং এ সিদ্ধান্ত নিয়েছেন নেতৃবৃন্দ। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, এবছরও জনসংকটে পড়া দরিদ্র কৃষকদের জন্য ধানকেটে দেবে সাংস্কৃতিক কর্মীরা। এবছর প্রাথমিকভাবে ৩০ এপ্রিল ও পহেলা মে ধান কাটার সিদ্ধান্ত গৃহীত হয়েজোটের কেন্দ্রীয় নেতা সুকুমার দাস জানান, প্রাথমিক সিদ্ধান্তে যশোর সদরের শহরতলি এলাকায় এ দুইদিন ধান কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Post Top Ad
as
a1
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment