সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের শারীরিক অবস্থার অবনতি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, March 28, 2021

সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের শারীরিক অবস্থার অবনতি


সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আইসিইউতে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম বিষয়টি  নিশ্চিত করেন।

বর্ষীয়ান এই আলেম বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত মঙ্গলবার রাতে তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

মুফতি ওয়াক্কাসের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার ছেলে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

মুফতি ওয়াক্কাস এরশাদ সরকারের আমলে ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন।  এছাড়া তিনি যশোর-৫ আসন থেকে কয়েক বার সংসদ সদস্য নির্বাচিত হন

No comments:

Post a Comment

Post Bottom Ad