আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য যশোর পৌরসভার নির্বাচনে প্রার্থী আর কর্মীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়। ভোটের প্রচারণায় তাদের মতোই ব্যস্ত সময় পার করছেন যশোরের তারকা শিল্পীরাও। ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত যশোরের বিশিষ্ট কণ্ঠশিল্পী মোল্লা বাবুর সাথে প্রচারণায় নেমেছেন সঙ্গীতাঙ্গণের এক ঝাঁক তারকা। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমানের উটপাখি মার্কার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন তারা। বেশ কয়েকদিন ধরে ভোটারদের কাছে গিয়ে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ভোট প্রার্থনা করছেন তারা। কণ্ঠশিল্পী কাজী মোর্শেদ রানা, অমিতাভ দাস ভোলা, অনুপম দাস, মিউজিশিয়ান সুজন কুমার রায়, মাসুদ গোলদার, খায়রুল বাশার সাগর, সৌরভ কুমার ও সাবেক মিউজিশিয়ান খায়রুজ্জামান সুজন প্রমুখ ভোট প্রার্থনার কাজে রয়েছেন। মোল্লা বাবু যেমন যশোরের প্রিয় মুখ তেমিন অন্যরাও। একসাথে সবাইকে কাছে পেয়ে আপ্লুত ভোটাররা। কণ্ঠশিল্পী মোল্লা বাবু বলেন, পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান তার সহোদর। আপন ভাই হিসেবে না, হাফিজুর রহমান আজন্ম গরিবের বন্ধু, সৎ, যোগ্য ও নির্ভীক সমাজসেবক। জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা আর পাঁচ নম্বর ওয়ার্ডের উন্নয়নে তার বিকল্প নেই। তিনি ভোটারদের কাছে উটপাখি প্রতীকে ভোট প্রদানসহ দোয়া চেয়েছেন।
No comments:
Post a Comment