পরস্ত্রীকে কু প্রস্তাব দেয়া ও উত্যক্ত করার ঘটনায় যশোরের মুজিব সড়কের ইত্যাদি ফ্যাশনের মালিক টপির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক কন্ঠশিল্পীর স্বামী। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগে বলা হয়েছে, যশোর মন্ডলগাতীর হাবিবুর রহমানের ছেলে কন্ঠ শিল্পী আজিজুর রহমান রিপন স্বস্ত্রীক ভাড়া থাকেন ঘোপ নওয়াপাড়া রোডে। দশ বছর বয়সী তাদের একটা মেয়ে সন্তানও রয়েছে। তার স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করে নানা আপত্তিকর কথাবার্তা বলাসহ কু-প্রস্তাব দিচ্ছেন জাগরণী চক্রের পাশের ইত্যাদি ফ্যাশনের টপি। বাজারে আসা যওয়া করার সময়, কিংবা রাস্তায় গতিরোধ করে টানা হেঁচড়া করে হেনস্তা করছেন। এ ব্যাপারে টপিকে বাধ সাধলে তিনি খুন জখমের হুমকিও দিচ্ছেন। সর্বশেষ গত ৪ মার্চ তার স্ত্রী খড়কী বেড়াতে গেলে টপি তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। গত ১০ মার্চ তার স্ত্রী ঘোপ নওয়াপাড়া রোডে ভাড়া বাসায় অবস্থান করার সময় মোবাইল করে অশালীন কথাবার্তা বলেন। একইসাথে অপরহণ করার হুমকিও দেন। এ ব্যাপারে রিপন শঙ্কা করছেন, তার স্ত্রীকে টপি অপহরণ করে ক্ষতি সাধন করতে পারে।
অভিযোগটি তদন্ত করছেন এসআই ফজলুর রহমান।
No comments:
Post a Comment