দৈনিক গ্রামের কাগজের কর্মী মাসুম পারভেজের বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ১৯ বছর আগে মাসুম পারভেজের পিতা রবিউল ইসলাম সুজলপুর গ্রামের ফটিক বিশ্বাসের কাছ থেকে সাড়ে চার শতক জমি ক্রয় করেন। এরপর থেকেই ওই জমি দখলের জন্য একই গ্রামের মিনিয়ারা বেগম, লেলিন বিশ্বাস ও আরিফ হোসেন বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। এরই জের ধরে ২১ মার্চ দুপুর দেড়টার দিকে উল্লেখিত তিনজন মাসুম পারভেজদের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
No comments:
Post a Comment